Thursday, October 23, 2025

পার্কে এক সন্ধ্যা

এক মনোরম স্বর্ণালী সন্ধ্যার গল্প -
সূর্যের মতন আমিও তখন গৃহমুখী ।

চলার পথেই একটু থমকে দাঁড়ালাম। 

দেখলাম, জীবনের বিভিন্ন অধ্যায় -

একসাথেই করছে অবাধ বিচরণ। 

হাতে পায়ে ধুলো মেখে কিছু বাচ্চারা -

পার্কের দোলনাতে হাত ছেড়ে দুলছিলো। 


লাজুক ফিসফিসানি, হাতে রয়েছে হাত -

নিজেরাই গেছে নিজেদের মধ্যে হারিয়ে । 

চুরি করা দৃষ্টির অব্যক্ত আকর্ষণ,

এটাই কিশোরকালের স্বপ্নময় দিন ।


অনেক ঋতু পার করে এসে, এক -

সন্ধ্যাকাল আসবে যখন টোল পড়া -

গালে বিদ্যমান হবে কুচঁকানো চামড়া। 


তখন থাকবে একই রকম হাতে হাত -

রাখার অভ্যাস ও প্রতিশ্রুতি,

জীবনের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। 


প্রসেনজিৎ দাস © ২০১২ - ২০২৫ 



ডায়েরিতে

কিছু সময় হাতে নিয়ে যদি দেখো,
ডায়েরির ভাঁজে তুমি পাবে, প্রতিদিন -
তোমার জন্য একটি করে চিঠি ।

মধুর প্রেমের রঙকে বিশ্বাসের তুলি দিয়ে -

সততার ক্যানভাসে আঁকা অনুভূতি।

মূল্য নেই আজ আর কোনো কিছুরই।  


জানবে আমার মনের ইচ্ছেগুলো,

যা কখনো হয়নি পূরণ, হবেও না । 

যেই অনুভূতিগুলো প্রকাশ পেলো না -

সেটা কেমন দম বন্ধ হয়ে পরে রয়েছে ।


অনেক কালের বন্ধ থাকা ঘরের দরজা -

খোলার পর আলো এলে, পুরোনো স্মৃতি -

নিজেকে আবার তাঁর যৌবনের সাথেই -

করায় বাধ্যতামূলক পরিচয়। 


বাতাসে নির্মিত দুর্গ যে বাতাসেই মেলায় -

অনেকটা তোমার দেওয়া প্রতিশ্রুতির মতন । 

পাতাগুলোর মাঝে ছেঁড়া শুকনো পাপড়িগুলো -

বোঝায়, সব ফুলের যে স্বাভাবিক জীবন হয়না।


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫