Monday, October 13, 2025

মনে রেখো - submitted

আগামী স্বপ্ন বোনার দিনগুলোয়,
যদি আমায় কভু রাখো মনে। 
জানবে স্মৃতির দালানে রয়ে গেছে -
ভোলানো ভালোবাসার উষ্ণ ছোঁয়া। 

আগামী উজ্জ্বল দিনগুলোতে,

যদি ধূসর মেঘমালা ঘিরে আসে। 

জেনো শরতের প্রানোচ্ছল হাওয়া -

হয়ে ওদের নিয়ে যাবো সরিয়ে। 


আগামী রঙিন কল্পনার আকাশে,

যদি উত্তরের তারারা মিটিমিটি চায়। 

জানবে তাদের বলেছি তোমারি কথা,

রুপোলি বর্ষা ঝরবে তোমারি আঙিনায়। 


আগামী চঞ্চলতায় ভরা স্বপ্নপূরণে, 

যদি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ওঠে প্রশ্ন।  

জেনো ধূমকেতুর মতন অস্থায়ী তুমি,

পারে না যে কখনো সূর্যের মূল্যায়ন। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment