কিছু পদদলিত, কিছু মুখমন্ডল ছুঁয়ে যায়।
অপূর্ণ ইচ্ছের ওপর বৃষ্টি ঝরে আশাগুলিকে -
নিজের ধারায় মিলিয়ে নিয়ে যায়।
ইচ্ছাগুলোকে করুণার সাথে স্পর্শ করে।
না জানা ইচ্ছেগুলো হয়তো নিজেরাও -
চেয়েছে তারই শীতল ছোঁয়া।
ইচ্ছেদেরও নিশ্চয়ই কিছু ইচ্ছা আছে!
প্রবাহিত বারিপাতের ধরিত্রীর বুকে -
নিজেকে বিলীন করার আগেই একাকী -
শুষ্ক ধুলিকণাদের করে চিরতরে আলিঙ্গন।
পৃথিবীকে আগামী শীতকালের শৈত্যর -
উপলব্ধি করাতেই তার মেঘ কে ছেড়ে আসা।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment