Wednesday, September 10, 2025

একলা বসে

পুকুরপারে একলা বসে নিবীড় মনে ভাবি 
কি অপরূপ সেই আলো-ছায়ার ছবি |
তালপাতার মধ্যে আলো উঁকি মেরে যায় -
কাঠবিড়ালি বাদাম নিয়ে চুপটি করে খায় |

মখমলের সবুজ ঘাস শিশির নিয়ে কোলে -
ভোরের রবির উষ্ণতায় আনন্দেই দোলে |
সবুজ ক্ষেতের অন্ত হয় দূর প্রান্তর শেষে -
নীল দিগন্তের আলো যেথায় গিয়ে মেশে |

গরুর টানে কৃষক হাল চালিয়ে যায় -
সোনার ফসল ফলে বর্ষা অন্ত প্রায়। 
কলস হাতে রমণী জল ভরতে এলো -
ঝিরিঝিরি বাতাসে তার চুল এলোমেলো। 

গাঁযের ছেলে কাঠের রথ টেনে টেনে যায়  -
আপন মনে চলতে গিয়ে থমকে দাঁড়ায়।  
মায়ের ডাক সন্তানের ভেসে আসে কানে -
মুখে সরল হাসি নিয়ে দেখে পিছনপানে।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment