Wednesday, September 10, 2025

যদি এমন হতো

রৌদ্র যদি পেতাম এমন দূর সাগরের দেশে -
হারিয়ে যেতাম সেথায় যেথা নীল নীলেতে মেশে। 
ইচ্ছে হয়, তুলি ধরেই শুধু এমন কিছু আঁকি -
জলে যেমন খেলা করে আলোর ঝিকিমিকি  ।

পাখনা যদি পেতাম এমন বাজ পাখিদের মতো -
পাড়ি দিয়ে যেতাম উড়ে নতুন দেশে কতো। 
ইচ্ছে হয়, পাল তুলে সেই অচিন দেশে যাই -
সবার মাঝে থেকেও আমি কারোর মাঝে নাই। 

শব্দ যদি পেতাম এমন কিছু নিঃশব্দের মতো -
বলে যেতাম সবার মাঝে জমা কথা যত। 
ইচ্ছে করে ইচ্ছেগুলো বন্দি করে রাখি -
সবার মাঝে থাকে যেমন বন্দি খাঁচার পাখি। 

ঝিনুক যদি পেতাম এমন নীল সাগরের তীরে -
ইচ্ছেগুলো পূর্ণ হতো কোলাহলের ভিড়ে। 
ইচ্ছে হয়, অশ্রুগুলো যদি হতো মোতির মতো -
স্মৃতিগুলো সব মালার মতো গেঁথে রাখা যেতো। 

একখানি মন থাকতো যদি শুধু আমায় ঘিরে -
সব স্বপ্ন পূর্ণ হতো আঁধার রাতের ভোরে।  
ইচ্ছে হয়, স্বপ্ন যদি হতো ফুলের মতো -
বিলিয়ে দিতাম সবার মাঝে স্বপ্ন আছে যতো ।

মুক্তি যদি পেতাম এমন স্বাধীন মুক্তাকাশে -
সব বেদনা ভুলে যেতাম মনটি খুলে হেসে। 
ইচ্ছে হয়, ইচ্ছেগুলো যদি হতো কাঁচের মতো -
কিচ্ছুটি না বলার মাঝে সবই বলা হতো। 

প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment