ছোটবেলার দিনে যেই সবুজ মাঠ ছিল -
তার স্থান আজ সেই অট্টালিকা নিল।
বেড়া দেওয়া বাড়ি সীমানা ছিল যার -
শৈশবের স্মৃতি দেখা মেলে না আর।
তার স্থান আজ সেই অট্টালিকা নিল।
বেড়া দেওয়া বাড়ি সীমানা ছিল যার -
শৈশবের স্মৃতি দেখা মেলে না আর।
বাড়ির পাশে একটি বড়ো ডোবা ছিল -
সাপ, ব্যাঙ, মশার বাস ওখানে হলো।
মাছ ধরা হতো যে সারাদিন জুড়ে -
পাওয়ার আশা তে ভীড় যেত বেড়ে।
একদিন ডোবাটি ভরাট করা হলো -
কালের গ্রাসে সেও মিলিয়ে গেলো।
কাদামাটির রাস্তা ছিল নালার পাশে -
পাকা রাস্তা সেথায় হলো অবশেষে।
কাগজের বিমান উড়ছে না যে আর -
আকাশগামি হলে তার দেখা মেলাই ভার।
নৌকো ভাসিয়ে জলে আনন্দ পেত তাই -
সরল স্রোতে ভেসে দূরে কোথাও যাই।
ছোটবেলার স্মৃতিগুলো নিয়ে সেই ছেলে -
মুষ্টিবদ্ধ স্মৃতি সে নিজেই দিলো ফেলে।
সময়ের হাত ধরেই তিন দশক পার -
ফিরে দেখে সে কিছুই নেই আর।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment