Wednesday, October 8, 2025

পাখি

দেখো ওপরে, দেখো উন্মুক্ত আকাশ -

অপরিসীম এক আনন্দের উচ্ছ্বাস। 

পাখনা মেলে উড়ে চলে কোনো অচিন -

প্রান্তরের দিকে, যেখানে সে নেবে -

ক্ষনিকের বিশ্রাম, তারপর আবার চলা। 


নীল আকাশের ক্যানভাসে, এক বাঁধন -

বিহীন, স্বাধীনচেতা জীবনের গল্প শুরু।

খাঁচার মধ্যে যে কখনোই কল্পনার -

পাখনা মেলা সম্ভব নয়। 


মেঘের মাঝে রবির উষ্ণ ভালোবাসার -

আমেজ উজাড় করে দিয়েছে তার -

সরল কালো মখমলের পাখনার ওপরে। 


বর্ষণ ও বজ্রপাতের ভয় উপেক্ষা করতে -

পাড়ার ক্ষমতা সে নিজেকে দিয়েছে উপহার। 

কালো মেঘের ঘনঘটা যে সাময়িক, সেটা -

জেনেই চলমান তীরের মতন তার উরান। 


হাওয়ার দোল যেন তাকে মায়ের কোলে -

ঘুমপাড়ানি সময়ের স্মৃতি মনে করায় । 

এই অশেষ মুক্তির অনুভূতি ছিল -

সরল পাখিটির চিরকালের অধিকার। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫




No comments:

Post a Comment