Wednesday, October 8, 2025

শরৎকাল - submitted

ঝরা পাতার গল্প শোনার সময় এলো -
এলো জীবনের ভোগ ত্যাগ করার ঋতু । 
কি দৃশ্য ! সব ঋতুর থেকে তিলে তিলে -
পাওয়া ভালোবাসার উপহার একত্র করে -
আজ যে সব উজাড় করে দেওয়ার পালা । 

এ যেন এক সন্যাসীর গৃহজীবন থেকে বিদায় -

বেলার শঙ্খধ্বনি, যা করছে তাঁর জয়জয়কার । 

মুষ্টিবদ্ধ স্বপ্ন, আশা, আকাংখাগুলো কে

সময় মতন দিতে হবে বিসর্জন, এটাই সত্য । 

এক নতুন অধ্যায়ের, এই হলো আগমনী গান -

যা শোনা যায় মাটিতে লুটিয়ে পরে থাকা -

লাল, কমলা ও সোনালী পাতাগুলোর মধ্যে । 


শরৎ জীবনের এক শিক্ষামূলক কাল,

যা শিখিয়ে দেয় যে স্থায়ীরূপে সবই অস্থায়ী । 

পুরোনো নতুনের কাছে হবে স্থানান্তর, আর -

এইভাবেই চলেছে কালান্তরে ঝরা পাতার -

ভূমিবক্ষে লুটিয়ে পড়ার এক অমর কাহিনী । 


পুরোনো বন্ধুদের সাথে শরতের হাওয়ার -

দোলানিতে ঝরা পাতারা একত্র হয়ে করবে,

ওদের ফেলে আশা অপুরূপ সবুজ জীবনের -

কাহিনীর বিবরণ একে অপরের সাথে । 


একত্রে সোনালী পাতাগুলো যেন নিজেকে -

এক অগ্নিকুন্ডে পরিণত করে নিজেকেই -

দেবে প্রকৃতির কোলে তার শেষ সমর্পন । 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫



No comments:

Post a Comment