Tuesday, October 7, 2025

নীরব যুদ্ধ

ঝাড়বাতিটা রয়েছে অনেকের নজর কেড়ে -

ভার বহন করে চলেছে খোঁজ নেয়নি কেও |

অনেকের চোখের সুখের জন্যে যেমন -

বিদূষক সবাই কে হাসিয়েও হয়তো সে -

ভেতরেই গুমরে মরে প্রতিদিন বাঁচার আশায় |


পুরাতন ইংল্যান্ডের বরফ ঢাকা রাস্তায় -

কিছু মানুষ বংশানুক্রমে ল্যাম্পোস্টের আলো -

জ্বালিয়েছে মানুষের সাহায্যার্থে, নিজেদের -

রোজকার দুঃখ কষ্ট উপেক্ষা করে চলেছে |

তুষারপাতের শীতল হাঁড় কামড়ানো মোচড় -

দেওয়া যন্ত্রণার মধ্যেই যেন তাদের রোজকার -

বেঁচে থাকার এক অক্লান্ত নির্মম প্রচেষ্টা |


আরব সাগরে কত মাঝি তার পরিবার কে -

আশ্বাস দিয়ে নৌকো নিয়ে বেরোয় যে আজ -

অনেক মাছ ধরে আনবে, ঘুচবে এক রাতের

ক্ষুধার জ্বালা যা চিরন্তন অগ্নিকুণ্ডের ন্যায় -

জ্বলছে আর জ্বলবে - এক অমর  দাবানল |

সেই জ্বালা মেটে আর কোনো সময় জলের -

তলায় তলিয়ে হয় তার অজানা সমাধি হয়তো -

অক্ষম হতে হয় নিজের পরিবারের দেওয়া -

কথা রাখতে তবে তার সমাধি নেওয়া জগতের -

প্রাণীদের পরিবারের খুদা মিটিয়ে সে বিদায় নেয় |


ছেড়ে যেতে হয় এই সুন্দর ধরণী, যার

সৌন্দর্য দেখার অধিকার স্বয়ং ঈশ্বর

ও তাকে প্রদান করেননি |

এই নিষ্ঠুর পরিণতির কথা কিছু প্রদীপ -

জ্বালানো ঝুপড়ি ঘরের মানুষেরা ফুঁপিয়ে

কান্নার মাঝে স্মৃতি করে রাখবে তাদের -

বক্ষে যাকে তপ্ত রেখেছে ক্ষুধার জ্বালা |

প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

No comments:

Post a Comment