উপত্যকা আর পাহাড়ের ওপরে ভেসে বেড়াই।
নজরে এলো এক সুন্দর ভিড় - মানুষের নয় -
স্বর্ণ পিঙ্গলে সজ্জিত একদল ড্যাফোডিল।
হ্রদের পাশে, অতিকায় বৃক্ষের ছায়ার নিচে
নৃত্যরত তারা দলবদ্ধ হয়ে একই জীবনের সুরে ।
জ্বলছে তারা অবিরত ছায়াপথের ন্যায় -
মিটিমিটি তারারা তাদের স্থায়ী বাসিন্দা ।
এক অনন্ত ধারার রেখায় তারা বিদ্যমান -
যেন এক উপসাগরের সাদা বালুকপথ ।
হাজারো একসাথেই নিজেদের নৃত্যে মগ্ন -
শীর্ণ সবুজ দেহে এক অপরূপ দৃশ্য।
উজ্জ্বল থেকে উজ্জ্বলতর তাদের উপস্থিতি।
এই মনোরম দৃশ্যের ভোগী দর্শক হয়ে -
যেকোনো মানুষই হয়ে যাবেন সমকামী।
অন্তর ও আঁখি দুটি হবে মন্ত্রমুগ্ধ।
শুধু একমনে চেয়ে থাকা - তাদের স্থান দেওয়া
মনের চিলেকোঠায় আর চিরতরে তালাবদ্ধ করা।
একাকিত্বের আরাম কেদারায় বিশ্রামরত মনে -
ওরা এসে অসীম সরল আনন্দের ছবি এঁকে যায়।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment