ছিলাম আলাদা নিজের সরল মেজাজে।
কখনো দেখিনি, যা দেখতো সবাই -
এই চোখের ছিল অন্য দৃষ্টিকোণ।
জীবনের একই ঝর্ণা স্রোত থেকে -
জ্ঞানের তৃষ্ণনা মেটাইনি আমি।
জীবনের একই নদীর তটে, আমি -
অন্যদের মতন করিনি অবাধ বিচরণ।
একই আবেগের কথা বলেছি বারংবার -
যা ঋতুর পরিবর্তনে সেজেছে নানান রঙে।
নিজেকে খুঁজে পেতে হারিয়েছে অনেকবার -
যা সূর্যের আনাগোনায় দেখিয়েছে নতুন পথ।
নিরাশার মেঘগুচ্ছ অকস্মাৎ ঝরেছে বহুবার -
কিন্তু সেই বন্যায় হারায়নি আমার সংকল্প।
আনন্দধারা এসে ডেকেছে হৃদয়ের কপাটে -
তবে সবাইকে দিইনি অতিথির স্থান।
বজ্রপাত হয়েছিল ভিন্নরূপে এই আঙিনায় -
যার রোশনাইতে দেখেছি মুখোশবিহীন মুখ।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment