সমাজ গড়েছে, সমাজ নড়েছে, সমাজ ভেঙেছে কত -
যুগান্তকারী খেলায়, এক শ্রেণীকেই দমন করে হতো।
ন্যায় অন্যায়, অশ্রুজল, এবার হিসেব নেওয়ার পালা -
একতরফা সংযমের এবার মিটবে দীর্ঘ জ্বালা।
ওরা জেগেছে, ওরা দেখেছে, বুঝতে পেরেছে এবার -
বাজলো শঙ্খ, এখন সময় শুধুই যুদ্ধে যাওয়ার।
এটা জেনে, নামাও টেনে, ওদের খোলা মাঠে -
চাবুক কেড়ে, রৌদ্রতাপে ওদের বাধো কড়িকাঠে।
সাদা তুলোয়, কালো চামড়ায়, রক্ত মাখা আঁচে,
শির নত, ক্ষতবিক্ষত, বিধাতা সাক্ষী আছে।
পরনে শেকল, বুকে দাবানল, এটাই জেনে রেখো,
উন্নত শির, এসো হে বীর, মুক্ত আকাশ দেখো।
রব না আমি, রবে না তুমি, থাকবে না যে কেউ
স্বাধীন নৌকো ভাসবে যখন উঠবে বিরোধী ঢেউ।
অজানা নাম, চিবুকে ঘাম, দিন কেটেছে শত শত -
মান অপমান, পেশির টান, লড়াই চলছে অবিরত।
শেকল ছিঁড়ে, হাতটি খুলে, এবার মশাল জ্বালো।
কালো সূর্য, অস্ত যাবে, স্বোচ্চার হয়ে বলো।
দুঃখের স্তুপ, অন্ধকূপ, এই আঁধার শেষ হবে -
অজানা প্রাণ, এই বলিদান, সার্থক জয়ের কলরবে।
এতো অবিচার, অত্যাচার, আর দেখো না ফিরে -
নেকড়ে হবে বন্দি আজ, তাঁর বিচার হবে ঘিরে।
বাঁধন ছিড়ে, আসবে তেড়ে, হুংকার শোনা যাবে -
জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া, নীরবেরা সরব হবে
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment