Thursday, September 18, 2025

পুরাতন

পুরোনো কবিতার বই হাথে নিয়ে -

ধুলো সরিয়ে দেখি, পুরোনো স্মৃতি -

ভুলানো কথা, তোমার ছবিটি পড়লো নিচে। 

এমনি করেই জীবনের সম্পর্কের চূড়া -

থেকে নেমে এসেছি আমি, একে একে ...


পাতা উল্টে পুরোনো লেখা পড়তে পড়তে -

মনে এলো এটাই ছিল তোমার প্রিয় কবিতা। 

তোমারি ছিল প্রতিচ্ছবি, শুধু তোমার কথা -

স্মৃতির পুনরাবৃত্তি শুধু হয় মনে মনে -

সেই যেন নীলগিরির কোলেই বসে সূর্য দেখা ...


কতদিন গেছে পাশে বসে, কিছু না বলে -

নিঃশব্দ নিস্তব্ধ থেকেও সব বুঝে যেতে। 

ব্যাপ্ত লালিমা দেখতাম মুখমণ্ডলে -

সেই বিস্তৃত ললাট দেখেছি পূর্ব পশ্চিমে, 

একটি ফ্রেম বন্দি উপন্যাস ছিলে তুমি ...


পৃষ্ঠা পাল্টে বুঝি এক স্মৃতির সাগর পার হলো, 

ইচ্ছেগুলো ভেলায় করে ঝড় করেছিল পার। 

প্রতিক্ষনে বুঝি নাবিক আমি যাত্রী নেই কেউ - 

লেখা, কথা, হাসি, কান্না সবই যেন জলছবি -

সাহারার থেকে উড়ে আশা না বোঝা কথা ... 


দিনের ইচ্ছে রাতের তারাদের কে শুনিয়েছে,

কত শব্দ জুড়ে স্বপ্ন বুনেছিলে চাঁদের বুকে। 

তুমি যে লেখনীর রচিত ছলনার কবিতা -

রং, তুলি, ক্যানভাস বিহীন এক প্রতিকৃতি,  

মরীচিকার মতন স্পষ্ট কিন্তু কোথাও নেই ... 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫




No comments:

Post a Comment