Friday, September 12, 2025

কার্গিল

দুঃখে ডুবে যেও না -
        কাল যে সুন্দর হবে। 
হার মেনে নিও না -
        শুধু লড়ো নীরবে। 
কষ্ট অতীত দিল -
        সে আমি জানি না?
নাও যা আছে ভালো -
        অন্যকিছু মানি না। 
উন্নত শির রাখো -
        মুকুট তোমারি হবে। 
বিশ্বাস রেখে দেখো -
        সত্যই রয়ে যাবে। 
সত্যের পথে দেখো -
        কষ্ট অনেক পাবে। 
নিজেকে শক্ত রাখো -
        জয় জয়কার হবে। 
সবার ভালো চাও -
        হাত দাও বাড়িয়ে । 
দীন কে কাছে নাও -
        দিও না তাড়িয়ে। 
মুকুটধারী হবে 
        এটা তুমি জেনে নাও। 
সত্যের জয় হবে
        এটা তুমি মেনে নাও। 
এক লড়াই শেষ জেনে -
        এখনই বিশ্রাম নয়। 
নিয়তি সত্যি মেনে -
        শহীদের হবে জয়। 
কালচক্র থেকে সরেছে -
        শহীদ অমর হয়। 
মৃত্যু কে করেছে 
        যুগে যুগে পরাজয়। 

প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

No comments:

Post a Comment