Tuesday, October 7, 2025

ফ্রেমবন্দি

"একটা ফ্রেমবন্দি আকাশের ছবি" -
সে চলমান, সে চঞ্চল, সে প্রাণবন্ত |
তার মধ্যে দিয়ে চলে পৃথিবীর নিত্য -
নিয়মিত সময়ের বাধাধরা খেলা |
নীল আকাশের ক্যানভাসে দেখা যায় -
উড়োজাহাজ, পাখি, ভেলার মতন মেঘ |

জীবনের এমন কত জানালা দিয়ে -

মানুষ কত অসম্পূর্ণ ছবি দেখতে পায়,

আর সেই আংশিক টুকরো টুকরো -

ঘটনা থেকে বানিয়ে ফেলে এক গল্প |

ফ্রেমের বাইরে কি হলো, সেকি দেখতে নেই -

নাকি দেখার কোন স্পৃহা আজ আর -

মানুষের মধ্যে বিন্দুমাত্র বাকি নেই ?


চোখ দেখতে পায় সীমিত এক গন্ডি -

কিন্তু মন তাহলেই সুদূরপ্রসারী নয় কেন?

এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজতে চায়নি কখনো,

 -

খুঁজলেই যে বেরিয়ে পড়বে তাঁদের অগুন্তি

ধারাবাহিক ভুলের, এক না শেষ হওয়া যাত্রা |

ফ্রেমবন্দি কাঁচের খিড়কির দুপাশের 

- রয়েছে একই অধিকার কিন্তু আলাদা দৃষ্টিকোণ |


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment