নিখুঁত সূচিকর্মের ধাতুর ফুলদানি -
সভা বর্ধন করছে গৃহের বসার ঘরে |
অনেকে দেখে জিজ্ঞেস করে তাঁর দাম,
কিন্তু কেউ জানতে চায়নি তাঁর মূল্য |
ফুলদানি পায় তাঁর মর্যাদা একগুচ্ছ ফুলকে -
নিজের অন্তরে চিরঅবস্থানের মধ্যে দিয়ে |
সেই ফুলের নেই সুবাস তবে আছে চিরযৌবন -
যেমন মানুষের বাইরেটুকু দেখার স্বভাবটাই -
মানুষ কে পরিশ্রম ও সৌন্দর্যের মূল্যবোধ -
থেকে টেনে নিয়ে এসেছে অনেক দূরে |
ম্লান আলোতে, খিন দৃষ্টির বাধা উপেক্ষা করে -
যারা নিজের শরীরের কষ্টের ওপর বিজয়ী হয়ে,
হয়েছেন উচ্চমানের স্রষ্টা তাদের কথা কে বলে ?
আরাম কেদারায় বসে, চায়ে চুমুক দিয়ে -
যারা দেশের ভালো মন্দ আলোচনা করে -
তাদের কি মনে হয়েছে কখনো সেই নাম না
জানা, অক্লান্ত পরিশ্রম করা শিল্পীদের কথা ?
এদের দারিদ্রতা কোনোদিনই পেলো না -
ন্যায্য মান, সম্মান, মূল্য বা স্বীকৃতি |
ফুলদানির এরা হয়ে থাকে সেই নিচের -
তলানি অংশ যা কোনোদিনই পাবে না -
আলো বা প্রশংসা |
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment