একটি নৌকো চলছে, দাঁড় বাইছে এক যুবক -
অন্যদিকে এক যুবক আকাশমুখী উন্মুক্ত হাতে |
একটু দূরে সেই দেওয়াল ছবির নারিকেল গাছগুলো -
যেন আনন্দে বইতে চাইছে শরতের হাওয়া তে |
স্মৃতির আঙিনায় সব কিছুই যে স্থিরতা অর্জন করে -
আর আমাদের সেটাই মস্তিষ্কে তরতাজা হয়ে থাকে |
ঘাসের বাসিন্দা, পিঁপড়ের ডাক কেউ শুনছে না -
তবুও মনে হয় কল্পনার আকাশের পাখিগুলো -
যখন নেমে আসে তখন সেটা শুধু খাওয়ারের -
জন্যে নয়, পিঁপড়েদের না শোনা গল্পের -
চিরস্থায়ী পাত্র হয়ে রয়ে যায় |
একই সূর্য অস্ত যায় সবার জন্যে তবে সেই -
নৌকোর দুটি যুবকের জন্যে, তা একরকম -
যে কখনোই হতে পারবে না |
সংসারের ভার বহন করতে হলে দাঁড় বাইয়ে -
নেওয়া হলো একমাত্র উপায়, একমাত্র সমাধান |
সেই নৌকো চিত্রণে শিল্পী জীবনের ভারহীন,
চঞ্চল মনের এক সুন্দর দিক দেখিয়ে উনি -
বোঝালেন যে এগুলো ক্ষনিকের অতিথি -
আসল জীবনের গৃহবন্দী হওয়া অনেক কঠিন |
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment