নিজের মধ্যে থাকে ডুবে, পাশের জনের সাথে -
পরিচয় করার নেই কোনো আগ্রহ |
বেশ কিছুটা সময় এমনি নিজের মধ্যে, ডুবে -
থাকা আর নিজের তৈরী সেই গোলকের -
কেন্দ্রবিন্দুতে, সে নিজেই করে অবস্থান |
ক্ষনিকের বন্ধু বানানোর নেই কোনো আগ্রহ,
হয়তো বা কখনোই সেটা ছিল না |
চারিপাশে সবাই, সবাই কে দেখছে -
সেটা আমিও দেখে চলেছি একই সূত্র ধরে |
হয়তো কেউ কেউ চাইছে যে অপরজন -
নিজের থেকে করবে সেই ক্ষনিকের বন্ধুত্ব |
নিজের থেকে কেউ এগিয়ে আসতে চায় না -
সেকি প্রত্যাখানের ভয় নাকি নিজেকে ভিন্ন -
দেখানোর এক অসফল চেষ্টা মাত্র !
সে যে কখনোই জানা সম্ভব হবে না, -
সেই ক্ষনিকের আলাপচারিতা না হলে !
প্রত্যাশা আর নিশ্চুপ হয়ে থাকার মাঝে -
অনন্তকাল ধরে চলেছে এক নিরন্তর অন্তর্দ্বন্দ্ব |
দুটো মানুষের পরিচিতির যেমন একটি নতুন -
গল্প জন্ম নেয়, তেমনি তাদের পাশে থেকেও -
নির্বাক হয়ে থাকার হয় তিনটে নতুন গল্প |
প্রথম গল্প যা প্রথম জনের মনের কথা,
দ্বিতীয় গল্প যা দ্বিতীয় জনের মনের মধ্যে,
আর তৃতীয় গল্প যা দুজনে পরস্পর কে -
বলতে পারলে, হতো এক নতুন গল্পের শুরু |
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment