Thursday, September 25, 2025

অকালীন

কিছু সবুজ পাতা ঝরে অকালে -

তার কাহিনী জানবে না কেউ -

লুটিয়ে পড়বে যেখান থেকে - 

সেখানেই ছিল যে তাঁর উৎস। 

তার অব্যক্ত কথা যা কোনোদিন -

আর শব্দ হবে না, শুনবে না কেউ। 


সব সরল কুঁড়ি যে ফুল হবে না -

এমনি লিখন তাঁর, বাকিদের মতন -

সেই সুবাসে মোহিত হবে না কেউ। 

তবুও সে ফুটবে এক আসার আলো -

হয়ে ভরসা দেবে মানুষ এই বলে, যে 

সবার গন্তব্য যে এক কিনারায় নয়।  


মাটির প্রদীপের ন্যায় অনেকে -

জ্বলে যাবে সারা জীবন, এটা জেনেও -

সে উষ্ণতা দিতে হবে অক্ষম ।

তাঁর আলো দেখাবে কালো অন্ধকারের -

পথ যাত্রীদের। নিজেকে পুড়িয়ে, 

কালিমায় ঢেকে তাও সে জ্বলবে -

তার যে উদ্দেশ্য নিজেকে উজাড় করার।  


নরকের তপ্ত ভূমির মতন জ্বলে ওঠায় -

যে মানুষের হওয়া উচিত লক্ষ্য। যাহারা -

তোমার পড়ে যাওয়াতে হাততালি দেয় -

দেখুক তারা কিভাবে সেই অগ্নিগর্ভ 

থেকে উঠে আসে অনবদ্য খাঁটি সোনা।   


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment