দূর থেকে ভেসে আসা ঢেউয়ের গর্জন -
এক অপূর্ব অনুভূতি জাগিয়ে তোলে |
নিজেকে প্রশ্ন করেও উত্তর পাইনি আজও |
কি আছে যা মন কে টেনে নিয়ে যায় -
পুরোনো সূর্য কে অস্ত যেতে দেখার ?
সমুদ্র পারে পৌঁছোবার আগে থেকেই সেই -
ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ যেন এক -
প্রতিজ্ঞা পূরণের দিয়ে চলে প্রতিশ্রুতি |
সোনালী বালুয়াড়ীর ওপর দিয়ে হেটে -
চলতে চলতে একটা শিশুসুলভ মন বাধ্য -
করে ফিরে তাকিয়ে পায়ের ছাপগুলো দেখার |
ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ যেন এক -
প্রতিজ্ঞা পূরণের দিয়ে চলে প্রতিশ্রুতি |
সোনালী বালুয়াড়ীর ওপর দিয়ে হেটে -
চলতে চলতে একটা শিশুসুলভ মন বাধ্য -
করে ফিরে তাকিয়ে পায়ের ছাপগুলো দেখার |
পায়ের কাছেই সমর্পন করা ঢেউ যে নিজের -
পুরোনো ফেলে আশা পথে আর ফিরে যেতে -
পারবে না, যেমন মন চাইলেও আর নিজের -
ফেলে আশা অতীতের স্মৃতির হাত ধরেই -
আর কোনোদিনই চলা সম্ভব নয় |
পুরোনো ফেলে আশা পথে আর ফিরে যেতে -
পারবে না, যেমন মন চাইলেও আর নিজের -
ফেলে আশা অতীতের স্মৃতির হাত ধরেই -
আর কোনোদিনই চলা সম্ভব নয় |
মন ও সাগর, উভয়েরই মধ্যে আছে সৌন্দর্যপূর্ণ -
এক সমতা - দুজনের জীবনে আসে জোয়ার |
সব কিছু মুছে দিয়ে সে পথ দেখিয়ে যায় -
স্মৃতির সৈকতে নতুন পায়ের ছাপ তৈরী করার |
এক সমতা - দুজনের জীবনে আসে জোয়ার |
সব কিছু মুছে দিয়ে সে পথ দেখিয়ে যায় -
স্মৃতির সৈকতে নতুন পায়ের ছাপ তৈরী করার |
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment