Wednesday, November 5, 2025

প্রশান্তি

একটি সুন্দর সন্ধ্যা, শান্ত এবং মুক্ত। 

পবিত্র সময়টি সন্ন্যাসীনির ন্যায় শান্ত। 

প্রশংসায় হতে হয় নিঃশ্বাসহীন সেই ক্ষণে। 

প্রশস্ত সূর্য তার প্রশান্তিতে ডুবে যাচ্ছে। 


স্বর্গের কোমলতা সমুদ্রের উপর ভাসমান। 

অদৃশ্য, পরাক্রমশালী সত্তা রয়েছেন জেগে। 

তাঁর চিরন্তন গতিতে সে নিজেই চলমান। 

এক শান্ত দৃষ্টিতে, একাগ্র মননে, একাকী -

বসে কল্পনা করতে হয় সৃষ্টির প্রসারতা। 


যে আমার সাথে এখানে করে বিচরণ, তাঁর -

অস্তিত্ব অনেকের অনুভূতির পরিধির বাইরে। 

সেই বিস্তর প্রকৃতি চিন্তার দ্বারা অস্পৃশ্য -

বলে মনে হলেও, সে কম ঐশ্বরিক নয়। 


মন্দিরের ভেতরে মূর্তি, মন্দিরে হয় উপাসনা।

দেখো তার বাইরে, অনুভূতি নাও উচ্চস্তরে।  

ঈশ্বর সাথেই আছেন আর আমরা তাঁরই কোলে।  


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment