Wednesday, November 5, 2025

দৈনন্দিন

কালো থেকে নীল হবে, হবে হলুদ পরে। 

তারারা আছে স্পষ্ট, ওরাও যাবে যে সরে। 

দেরি জীবন সংগ্রাম, এখনো নিস্তব্ধ প্রায়। 

জটিল দৈনন্দিন যে আছে সরল নিদ্রায়।


অন্ধকার কাটিয়ে পাখিদের হবে আনাগোনা -

তাদের কলরব চারিদিকে যাবে যে শোনা। 

ভোরের কীর্তন উচ্চস্বরে, নিয়ে খোল, করতাল -

জানিয়ে গেলো একটু পরেই আসছে সকাল।


স্বপ্নে ব্যাঘাত, অপূর্ণ ঘুম থেকে জোর করে ওঠা -

যান্ত্রিক নিত্যকর্মের সাক্ষী, পূবের পিঙ্গল ছটা। 

বিশ্রামহীন চালিকা শক্তি, এই সংসারের ধর্ম -

নিজের মনকে মেরেই চলছে নিত্যদিনের কর্ম। 


অপরিচিত চেহারা কত রোজ পাশ কাটিয়ে চলে -

ক্ষনিকের চোখে চোখ, কেউ যে কথা নাই বলে। 

রক্তিম তেজ সন্ধ্যায়, সেও যে হয় শান্ত আবার -

ছুটছে অসংখ্য পা, নেই অধিকার ক্লান্ত হওয়ার। 


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment