অসৎ ও আমার বন্ধু নয়।
প্রশংসার নেই কোনো লালসা -
ধিক্কারের করি নাকো ভয়।
আমি নেই হয়তো ঈশ্বরের নজরে,
কোনো ভীড়ের অংশে আমি নেই।
রাজা আমি আমার জগৎ জুড়ে -
আমি যে চলি স্রোতের বিপরীতেই।
অপদেবতার সাথেও কিছু পথ চলেছি -
তাদের মধ্যেও যে কিছু ভালো হয়।
পর্দাননিতো দেবদূতের কালিমা দেখেছি -
অনেক কালোর মাঝেও কিছু সাদা রয়।
কর্তব্য আমার অন্ধকারকে চিত্রিত করা -
তবুও আমি অন্ধকারের যাত্রী নই ।
জীবনের লাগাম আমার শক্ত হাতে ধরা -
রাস্তা যেমন, চলা তেমন, সবই আমি সই।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment