নীল আকাশে মেঘের মতন -
মাঝে মাঝে কঠিন সময় আসে।
ধীরে ধীরে জমা হয়ে যায় সৈন্য,
বিন্দু বিন্দু জমে করছে ষড়যন্ত্র।
একটি ছোট শিশুর হটাৎ কেঁদে ওঠা -
কিছুক্ষন চোখের জলের মধ্যে দিয়ে -
চলে তার অধিকার বোধ সূর্যের সাথে।
মাঝে মাঝে কঠিন সময় আসে।
ধীরে ধীরে জমা হয়ে যায় সৈন্য,
বিন্দু বিন্দু জমে করছে ষড়যন্ত্র।
একটি ছোট শিশুর হটাৎ কেঁদে ওঠা -
কিছুক্ষন চোখের জলের মধ্যে দিয়ে -
চলে তার অধিকার বোধ সূর্যের সাথে।
সূর্য যেন তাঁর তেজ কমিয়ে আনে,
অনেকটা সন্তানের ইচ্ছের সামনে -
নিজের মাথা কে নত করার মতন।
বৃষ্টির ওপরেও যে সূর্যের রাজত্ব, ঠিক -
যেমন সন্তানের ওপর তাঁর পিতার।
কিছু মেঘ আসে ভেলার মতন ভেসে -
কিন্তু আছড়ে পড়ে মীরজাফরের মতো।
এরকম অনেক মীরজাফর লুকিয়ে থাকে -
অনেক সাদা মখমল মেঘের আড়ালে।
সাবধান হয়ে যেও, এরা ছুরি চালাবে
গগনচুম্বী বজ্রপাতের মতন। এরা -
মাথা তুলেও আর দাঁড়াতে দেবে না।
সাবধান হও, এরা আছে মুখোশের আড়ালে !
ভেবে দেখো এমন জয়চাঁদ রয়েছে প্রতিটি
জীবনে, এটা বোঝাতে যে রাস্তা মসৃন নয়।
ছিল না কোনকালে, ছোবল দেওয়া এদের -
রন্ধ্রে রন্ধ্রে আছে যেমন সূর্য দেবে আলো।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment