উঁচু ল্যাম্প পোস্ট আমি, দায়িত্ব আরও বড়ো -
দিনের সূর্যের কাজ আমি যে করি রাতে ।
রবির আছে বিশ্রাম যখন শশীর সময় হয় -
কিন্তু আমি নেই কোনো আরাম কেদারায় ।
অভিযোগ নয় তবে ভালোই লাগতো, দিন -
কে দেখতে, নিজের চোখে দেখা এক অধ্যায় ।
আমি যে অনেকের হয়েছি খুঁটি, অনেক স্মৃতি
বুকে নিয়ে চলেছি স্বাধীনতার আগেই থেকে ।
অনেক যৌবনে পা রাখা দেশপ্রেমী কে -
গ্রেপ্তার হতে দেখেছি - মাথা উঁচু করে ।
বুঝেছিলাম, জীবনের দাম দীর্ঘ আয়ুতে নয় -
তাঁর মূল্যায়ন হয় কর্মের গভীরতায়, ত্যাগে ।
মন ছুটে যেত এই মাতৃভূমির সুদূর প্রান্তরে -
কোটি কোটিবার অনুযোগ করেছি, "হে ঈশ্বর, -
আমায় মানুষ কেন করলে না? আমি তো
অসহায়, নিরুপায়, এক নিথর বিকলাঙ্গ মাত্র"
এ যেন এক অভিশাপ যার প্রায়শ্চিত্ত হবে
এই লোহার কাঠামো তে নিজেকে বন্দি করে ।
কত অন্যায়, প্রেম, ভালোবাসা, জীবন কে -
উৎসর্গ করতে আর হতে দেখেছি এক নীরব, -
প্রাণহীন, আবেগহীন, নির্বিকার এক সাক্ষী হয়ে ।
তমসা রাত্রি তে রাস্তা দেখিয়েছি আমি, এক -
শতকের ও বেশি ঋতু করেছি অতিক্রম ।
এই অসহায় ল্যাম্প পোস্টের অধিকার নেই,
আত্মহত্যা করে নতুন মানব জীবনের দিকে -
পা বাড়িয়ে, অনন্তকালের বাসনা পূরণ করার ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment