Friday, September 19, 2025

যাত্রী

করেছো কি যাত্রা, শূন্য থেকে শূন্যতার দিকে ?

গ্লানি, ক্লান্তি, তৃষ্ণা ভুলিয়ে অসীম কে পাওয়া

অনন্ত কালের খিদে যা পায়নি নিজের খোরাক। 

এক যুবক তলোয়ার নিজেকে তৈরী করছে 

প্রথম রোমাঞ্চকর যুদ্ধের রক্তের স্বাদের জন্যে । 


পথের শুরু ছিল না কিন্তু ছিল এক ভূমিকা -

প্রথম আলো দেখা অনেকের আনন্দের মাঝে -

পর্দা উঠে গেলে যেমন এক অভিনয়ের শুরু । 

এই থেকে হয় পথ চলা, জীবন দেখা ও বোঝা 

গালি, হাততালি আসবে সবই শ্রোতার থেকে 

দর্শক কেমন হবে বিধাতা নির্ধারণ করেন ।  

এরকমই একদিন যে যবনিকা পড়ে যাবে 

কেউ ইঙ্গিত পাবে আর কেউ ইশারা না পেয়ে । 


করেছো কি যাত্রা, শূন্য থেকে শূন্যতার দিকে ?

চলছে ধূমকেতু অসীমের গন্ডি পেরিয়ে

নিজেকে জ্বালিয়ে করে চলেছে অগ্নিভস্ম 

গ্লানি, ক্লান্তি, তৃষ্ণা ভুলে অসীম কে পাবে বলে। 

কত না জানা আসে যায় কালো পিঁপড়ের মতো -

কত যে প্রাণ করে যাচ্ছে অভিনয় অবিরত -

কত পথিকের চলাতে ঘন মেঘ এসে নামে - 

সরল কিছু স্বপ্ন যে বিক্রি হয় অল্প দামে । 


করছে আজও যাত্রা, শূন্য থেকে শূন্যতার দিকে -

আরও নুতন আগামী পথিকের পথ দেখাতে -

কিছু প্রাণের বিশ্রাম হয় শেষ অন্ধকারে এসে । 



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

No comments:

Post a Comment