Sunday, November 9, 2025

খাপবন্দি তরোয়াল

মিউজিয়ামের হলঘরটি আবছা আলোয় ভরা,

প্রতিধ্বনিত হচ্ছে চারদিকে নীরবতা।

এটি রাজকীয় আচার-অনুষ্ঠানের দৃশ্য নয়,

ইতিহাস রাজকীয় আবদ্ধতায় কাঁদছে।


তবুও তরবারিটি এখনও মরিচা ধরেনি। 

রয়েছে সোনার হাতলটি পূর্ণ গৌরবে।

বীরত্বের গল্পগুলি পুনরুজ্জীবিত করার -

সময়ে তার মহিমা অনুভব করা যায়।


দশক পেরিয়ে চলছে, শতাব্দীও হচ্ছে অতিক্রম -

এখনও তাঁদের খাপে তরবারিগুলি রয়েছে।

জীবন এগিয়ে যাওয়ার সময় খ্যাতি, বীরত্ব -

নিয়েছে এক স্থানে নিজের নির্দিষ্ট আসন। 


তরোয়াল নিজেকে রেখেছে বন্দি করে। 

তার যে বেরিয়ে আসার আছে প্রয়োজন। 

অনেকটা সময় ধরে রয়েছে তৃষ্ণার্ত,

বহু যুগ অনুভব করেনি শত্রুর শেষ নিশ্বাস । 


আজ শত্রুরা আছে সীমানার ভেতরে। 

এখন প্রয়োজন এলাকাভিত্তিক রণক্ষেত্র। 

অন্যায় কে দমনের, ভুল কে সংশোধনের,

তরোয়ালের প্রতিজ্ঞা পূরণের এসেছে সময়। 


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫ 


No comments:

Post a Comment