খাড়া দেয়াল, আজও গলিগুলো অন্ধকার ।
যুদ্ধ - যোদ্ধাই হলো যুদ্ধের সাক্ষ্য আর -
বেঁচে রয়ে যায় যেই পরিবারজন ।
তূরীর প্রতিদ্ধনি ছিল সাক্ষ্য অসংখ্য -
তরবারির সংঘর্ষের, যোদ্ধার আহুতির ।
নিদ্রাবিহীন প্রহরী সজাগ হয়ে জেগেছিলো -
কতোই না ফিরে আসা রাত্রি ।
কেউ রাখেনি হিসেবে, লেখা হয়নি কখনো -
তাদের হারানো নিদ্রা ও শান্তির কথা ।
যতদূর তাঁদের অবিরাম দৃষ্টি নিক্ষেপ হতো,
মিনার থেকে দূর গাছের ধূসর প্রান্তরে ।
বর্শা, তলোয়ারধারি তীক্ষ্ণ দৃষ্টিতে প্রহরায়,
সর্বদাই ছিল রক্ষা করার জন্যে প্রস্তুত।
রাজাদের হয়েছে উত্থান পতন, তবে সেই -
রক্ষীদের বীরত্ব আজও আছে উন্নত শিরে ।
প্রসেনজিৎ দাস©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment