Saturday, September 20, 2025

মনের ছুটি

কোনো এক ছুটির দিন, সে রবিবার নয় -
সে ছিল শুধু মনের কথা নিয়ে ভাবার দিন। 
রৌদ্র ঝলমল ছিল, দিইনি মেঘ জমতে -
নতুন জন্ম নেওয়া ইচ্ছেগুলো চারিপাশে। 

সবুজ জমির মতন এই জীবনের প্রসার -
ঘুরেফিরে এরই ওপর শুধুই যে কোলাহল। 
সেই মাঠের পাশ দিয়ে রয়েছে স্বাধীন রাস্তা -
দেখেছে কয়জনে? আসে এমন কিছু প্রশ্ন। 
 
আজ আমার ছুটির দিন, হয়তো রবিবার হবে -
কিছু সময় কাটানোর আজ সময় আছে হাথে। 
কতকালের পাড়িয়ে যাওয়া ধুলো, বালি, পাথর -
জানলো না যে এদেরও আছে জমা দীর্ঘশ্বাস। 

কত ছায়া গাছ বলতে চেয়েছে নিজেদের কথা -
সময় হয়নি শীতল আবেশে নিজেকে জড়ানোর।  
অনেক সময়ের ঘেরাটোপে শুধু সময় ছিল না -
কোনো ধূলিকণার সাথেই হয়নি যে পরিচয়।

আজ একদিন নিয়েছি ছুটি, যদিও আজ রবিবার -
অনেক সপ্তাহের মনের ধুলো মুছে ফেলার দিন। 
আজ বন্ধুদের কাছে যাবো, সূর্য যে খুবই খুশি - 
সে হবে সাক্ষী আজ নতুন এক অধ্যায়ের। 

বাক্সবন্দী, শ্বাসরুদ্ধ ইচ্ছেগুলো দেখবে খোলা আকাশ -
জানবে এটাই হলো মেঘ তাড়ানোর অনুপম রাস্তা। 
আর আমি? হেটে চলবো বন্ধুহীন সেই রাস্তা দিয়ে -
ওকেও দিতে চাই এক মেঘবিহীন রৌদ্রোজ্জ্বল আকাশ। 

প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment