Saturday, September 20, 2025

কুয়োর সাক্ষ্য

আমি একটি কুয়ো যার ভাঁজপড়া ললাটে -

আছে ইতিহাসের মোহর, বক্ষে কষ্ট জমানো ।   

আগামী প্রজন্ম আসে যায়, ছবি তোলে, 

কেউ বা তাকিয়ে থেকে হয়তো বুঝতে চায়। 

হয়তো কেউ করে কল্পনা অভিশপ্ত মুহূর্তগুলির -

যা সময়ের সাথে লুপ্তপ্রায়, ধুলো পড়া এক স্মৃতি। 


ভুলতে পারিনি আজও, পারবো না কিছুতেই -

এ যেন মায়ের বুকে সন্তানের শেষ নিঃশ্বাস ফেলা । 

খুশির পরিবেশে যেন কালো মেঘ ঘিরে আশা -

নরকের কীট বেরিয়ে এসেছিলো মর্তলোকে । 

অনেক কাঁকড়াবিছে যেমন নিজের ক্ষুধা মেটায় -

নিরীহ ঘুঘুদের দংশন করে, বিষ ছড়িয়ে । 


ঝলমলে সূর্য মানুষের মনের ভাব প্রকাশ করেছিল -

কিন্তু হটাৎই পিশাচদের আগমন হলো আর -

অন্ধকারে ঢাকলো সূর্য, মাথা নিচু করে লজ্জায় । 

হয়তো সূর্য নিজেকে লুকিয়ে নিলো এই

নিষ্ঠুর বর্বরতা দেখতে পারবে না তাই ...

তক্ষশীলার মতন মাটি লালে সিক্ত হলো -

তফাৎ থাকলো না অশ্রুজল ও রক্তের মাঝে । 


"ধরণীর প্রতিটি প্রাণীর মতনই ঝাঁপিয়ে এসে -

পড়েছিল আমার এ বুকে যেমন, সব ভয়ের -

থেকে ত্রাণ পেতে সন্তান জড়িয়ে ধরে মা কে।

সেই অসম্পূর্ণ স্বপ্নগুলো কে আমার বুকে -

এক অনন্তকালের বোঝা করে নিয়ে চলেছি। "


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


 

No comments:

Post a Comment