মাটি ভেজা আছে আর অন্ধকারাচ্ছন্ন |
অশ্রু ঝরার মাঝে আত্মা মুক্তি পায় -
সবই ভাগ্য আর সময়ের লিখন |
আজ যে পাশে আছে, নতুন স্মৃতি -
দিচ্ছে উপহার, আগামীর স্বপ্ন দেখিয়ে -
কাল সে জীবনের চলার পথে -
একলা ফেলে দিয়ে যাবে চলে |
সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে -
সবার চারিত্রিক গঠনের অংশ নয় |
স্মৃতির কবরে ফুটবে নুতন ফুল -
নিজের সুবাসে ঘিরবে নতুন আশা নিয়ে |
রবির আলোকে কুয়াশা উধাও হয়ে -
প্রমান দেয় অন্ধকার যে স্থায়ী নয় |
অপেক্ষা শুধু তমসা পার করার -
আর আলোর ওপর অসীম বিশ্বাস |
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment