Saturday, October 11, 2025

পিঁপড়ের বাসা

পুকুরপাড়ে কুল গাছের ছায়াতে -

চলছে এক আলোচনা শোভা |

গভীর কোনো এক সিদ্ধান্ত নেওয়া -

হচ্ছে যা শোনা ও জানা সম্ভব নয় |


সৃজিনশীলতা ও ধৈর্যের অনবদ্য -

এক পরীক্ষা নিরন্তর ভাবে চলছে |

মাটি ভেঙে, মাটির পাহাড় বানানো -

লাল পিঁপড়েদের এক অনন্য শিল্প |


ভেঙে পড়া গৃহী অংশ কখনোই -

তাদের আশাহীন করে না, বরং -

নতুন উদ্দমে চলে একত্রেই পরিশ্রম |

সূর্যের আলো ছায়ার খেলা চলে -

কিন্তু তারা একমনে চালিয়ে যায় |


যারা রবির আমেজ থেকে বঞ্চিত -

তাদের নিদ্রা আসে তারার আলোকে |

গৃহ বানানোর শেষে দেখা যায় -

এক স্বপ্নময় মৃত্তিকার অট্টালিকা |


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫




No comments:

Post a Comment