Saturday, October 11, 2025

আনন্দ

কিছু হাসির মালা গেথে -

আগামী কে ডেকে নাও |

কিছু দুঃখ ভুলে গিয়ে -

অতীত কে ছেড়ে দাও |


আনন্দের সম্ভার কে সদাই -

আগলে নিয়ে চলো |

সম্পদ সে ভবিষ্যতের -

সেটাই নিজেকে বলো |


মুক্তোর মালাতে যেমন গেথে -

রাখা সুতো দেখা যায় না |

তেমনি নিজের কষ্টের বোঝা -

ঢেকে রাখো আনন্দ কোলাহলে |


জীবনে পশ্চিমের জানালা বন্ধ -

রেখে পুবের খিড়কি খোলা থাক |

উত্তরের আনন্দ বার্তাকে দাও -

আমন্ত্রণ, অতীতকে রাখো দক্ষিণে |


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫



No comments:

Post a Comment