Saturday, October 11, 2025

সেতু

জুড়ে দেবে এপার থেকে ওপার -

আমাদের মাঝে ঘোচাবে দূরত্ব। 

এই সেতু শব্দটি যেন -

দিয়ে দে তাঁর ইঙ্গিত। 


তাঁর ওপর শুরু হয় চলা,

মনে হয় যেন এ এক -

নিজের মধ্যে এক পৃথিবী। 


এক পার থেকে আরেক পার -

হলো সে এক চিরবন্ধন। 


রামধনুর মতন দু-হাত তাঁর -

বাড়িয়ে দেওয়া আমাদের -

চিরকালের জন্যে জুড়ে দিতে। 


জীবনের ঝড়ঝঞ্ঝা পার করার -

বিশ্বাসী বন্ধুর বাড়িয়ে দেওয়া হাত। 

কঠিন পথ চলার যোগায় বিশ্বাস -

প্রতিশ্রুতিরূপে তাঁর অটল অবস্থান। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫



No comments:

Post a Comment