Saturday, October 11, 2025

ছোটবেলা

সেই সুন্দর অতীত, ফিরবে না আর -

মম পেন্সিলের দিন, দুষ্টুমির দিন |

প্রায় টিফিনের সময়ের আগেই -

টিফিন হয়ে যেত শেষ |


এ যেন খিদে মেটানোর উদ্দেশ্য নয় -
আনন্দ দেওয়া নেওয়ার অসীম ইচ্ছে |

 শিক্ষা ছিল সহজ খেলার মতন -

খেলার মধ্যে পেয়েছি জীবনের শিক্ষা |


একই সাথে পুরো দলের শাস্তি পাওয়া -
সেই যন্ত্রণার মধ্যে ছিল আনন্দ |
বাল্যকালের বিশ্বাসের বন্ধন ছিল অটুট |
হাত লাল, চোখ ছলছল করলেও -
এই গর্ব ছিল এক জনের অন্যায়ে -
সবাই মাথা পেতে শাস্তি স্বীকার করতাম |

বড়ো হয়েও, ছোটবেলার দিনগুলো -
আজও রয়ে গেছে টিফিনবক্সে বন্দি |
ওই দেওয়ালগুলোর ওপর কাটা দাগ,
ভাঙা কাঁচের জানালা, বেথ লাঠির প্রহার ...
দিন, শিক্ষক, শাসন, সরলতা আর নেই -
রয়ে গেছে ছোটবেলার আনন্দের প্রতিদ্ধনি |


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment