Sunday, October 12, 2025

চোখ মেলে নিদ্রায়

ধীরে ধীরে জমেছে ভিড়, তাও -
সবাই নিজের মতন একাকী |

ক্ষুধা, শ্রম, অন্যায়, রক্ত, ঘাম -

অপেক্ষারত শতবছর ধরে |


বিবেকের নলি টিপে বন্ধ -

করেছে অধিকারের আওয়াজ |

অনেক দমনের মাঝে মাঝে -

উঠে আসে প্রতিবাদের গর্জন |


রাজার নীতি আর রাজনীতি যে -

এক নয় তা সাধারণ মানুষের -

সরল চোখে ধরা দেয় না |


লোহার অটুট বিশ্বাস খোলা -

নোনতা রাজনীতির হওয়াতে -

হয়েছে মোর্চাতে আক্রান্ত |


যে হাত অনুগত্যে গুটিয়ে আছে -

সে যে একদিন খুলবে প্রতিবাদে |

ক্ষমতাচ্যুত হবে অক্ষম শাসক -

আসবে সমতা সমাজে সাময়িক  |

 

হয়তো আবার অনাচার হবে -

নতুন মুষ্টিবদ্ধ হাত তখন দেখা যাবে |



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment