চলে মাটি খনন নিয়মিত।
তৈরী হয় শেষ বিশ্রামের স্থল,
নির্বিঘ্নে চোখ বুজে থাকার সময়।
সব কোলাহল, আদেশ, উপদেশ, -
গ্লানি, তিরস্কার থেকে চির মুক্তি।
পাথর, ঘাস সরিয়ে করা হয় পরিপাটি -
এক অনন্ত অন্ধকারের শান্তি প্রাপ্তি।
জীবনের অধ্যায়নের শেষে এবার -
এক পরীক্ষা, হবে ন্যায় অন্যায়ের হিসেব।
কবর খুঁড়ে যে অন্ধকারের যাত্রাতে -
কত মানুষকে আলোর সন্ধান দিয়েছে,
তাঁর শেষ শয়নের কবর খুঁড়বে কে ?
এই ভাবনা যে তাঁর আসেনি তা নয় -
কিন্তু চোখ খুলেও যে ভবিষ্যৎ দেখা -
যায় না সেটা সেই সত্তরোর্ধ বৃদ্ধ জানেন।
ছায়াতে বিশ্রামে তাঁর কর্ণে দৈববাণী -
এসে বলে, "ভাবিস না রে বাবা, -
তোর চিরনিদ্রা হবে আমারি কোলে"।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment