জানে, গাছ থেকে ভেঙে দেওয়া ডাল -
আরোগ্যের অভাবে শুকিয়ে যাবে ।
থাকত যদি গাছে, ডালগুলো মুক্তভাবে -
ঝুলে থাকত, দুলতো পশ্চিমি হাওয়াতে ।
পাখিদেয় হতে পারতো এক স্থায়ী আবাসন ।
এখন সেই ভাঙা ডাল নেই কারোর স্মৃতিতে ।
অবশিষ্টাংশ খুঁজে হাতে আসে শুধু শুন্যতা ।
যারা ছিনতাই করে, ডাকাতি করে, তাদের -
বিবেক দংশন করে না । যারা অন্যের -
অন্যায়ের হয়েছে শিকার,সেটা সম্ভব হয়েছে -
মুখোশের আড়ালে মিষ্টি হাসির ভন্ডামিতে ।
ভেঙে পড়া ডাল ফিরবে না আর স্বমহিমায় ।
পিঁপড়ের হবে কিছুদিনের খাদ্য, পরবর্তীতে -
নিঃশেষ হয়ে যাবে সমাজের জীবাণুর দ্বারা ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment