আমরা প্রায়ই অতীতের কথা ভাবি, আর -
সুন্দর বর্তমানকে হারিয়ে ফেলি।
প্রতারিত স্মৃতি সংগ্রহ করে - অবশেষে,
বর্তমানকে নষ্ট করে ফেলি।
অতীত হলো সেই শুষ্ক ঝর্ণা, যার থেকে -
কোন ভালোবাসার উৎপত্তি হবে না।
বর্তমান বিলাপ বা ক্রন্দনের জন্য নয়,
সে ভবিষ্যৎ জীবনের অমূল্য পৃষ্ঠা ।
কোন ভালোবাসার উৎপত্তি হবে না।
বর্তমান বিলাপ বা ক্রন্দনের জন্য নয়,
সে ভবিষ্যৎ জীবনের অমূল্য পৃষ্ঠা ।
অতীত পুরনো পাথরের মতো,
মাটিতে পড়ে ভেঙে নিঃশ্বেষ হয়।
সদ্যজাত শিশুর কান্নার মতো,
যা মানুষের জীবনে আনে আলোড়ন।
মাটিতে পড়ে ভেঙে নিঃশ্বেষ হয়।
সদ্যজাত শিশুর কান্নার মতো,
যা মানুষের জীবনে আনে আলোড়ন।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment