Wednesday, October 15, 2025

সহজ বাঁকা পথ

আঁকা বাঁকা পথ, চলেছে উল্টো রথ জানি -
সমাজকে দেখো টেনে নামাচ্ছে অসৎ প্রাণী।   
হাততালী দাও, শঙ্খ বাজাও, দাও উলুদ্ধনি -
পদপৃষ্ঠ করছে, ওরা যে সমাজের মধ্যমণী !

দিনের রৌদ্রতাপে কুয়াশা নেমে এলো -

কতো নারীর লজ্জা এহেন লুন্ঠিত হলো। 

চলছে ভালোই দেখো সোনার রাজ্য আমার -

উইপোকার মন্ত্রিসভায় চলছে লুটে সম্ভার। 


কত ক্ষতি হলে, মানবো যে সত্যি ক্ষতি হবে? 

কত রশ্মি চোখে পড়লে যে অন্ধ দেখতে পাবে?

ক্ষোভের মতনই জমছে অট্টালিকার ন্যায় পাপ। 

সর্পের গর্ত হতে ঠিকরে আসছে অজস্র অভিশাপ !


মূক জানে না মুখের কাজ, বধির জানে না শুনতে। 

রাজনীতির কীট শুধুই যে জানে টাকা গুনতে। 

ন্যায্যকেই প্রশ্ন করা হয়, অন্যায় পেল ছাড়পত্র -

ভালোই আছে জনগণ, জয়জয়কার সুস্থ সমাজতন্ত্র !


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫




No comments:

Post a Comment