Tuesday, October 21, 2025

ম্যান্ডেলা

সরল চর্ম ছিল যেথায় অতি কৃষ্ণকায় -
চলেছিল অনাচার সেথায় নদীর ন্যায়। 
নির্মম শ্বেতাঙ্গদের অকথ্য লাঠির মার -
অনেক মানুষই মাথা তুলেছে বারংবার। 

দমন নীতি, ঘৃণার নীতি, হাতে লৌহ দন্ড -

সোনার দেশ, হীরার দেশ, সবই লন্ডভন্ড । 

ওদের শ্রম যে কখনো যায়নি থেমে -

নিয়েছে জীবনের ঝুঁকি অন্ধখনিতে নেমে ।


ক্ষেতের মজুর যখন পেতো না খেতে -

কালচর্ম লালে রাঙানো হয়েছে বেত্রাঘাতে ।

যে মানুষ স্রোতের বিপক্ষে চলতে জানে -

বাধা, বিপদ, বিপত্তি কিছুই না মানে। 


সময়ের স্ফুলিঙ্গ দিয়েছে দাবানল জ্বেলে -

এলো হুংকার মনের শেকল ভেঙে ফেলে। 

অনেক কষ্ট, অনেক অভাব, পথ চলার শেষে -

মুষ্টিবদ্ধ, স্বোচ্চার সবাই যখন ম্যান্ডেলা আসে।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫



No comments:

Post a Comment