সৈন্যরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছে।
দেশ ভাগের থেকে, দুই দিকের একই কাহিনী ।
উন্নতির পথে একটি দেশ, আরেকটি -
আশাহীন পতনের রাস্তায় পা বাড়িয়ে ।
সৈন্যরা সর্বদাই আদেশ মেনে চলে,
করে না কখনো পাল্টা প্রশ্ন।
নিরপরাধদের লুণ্ঠন করা হয়েছে নিয়মিত।
এক লঘুগোষ্ঠীকে দেওয়া হয়েছিল -
ক্ষনিকের জন্যে সম্পত্তি, প্রাণ ও -
নারীর সন্মানহানির পূর্ণ অধিকার।
তাদের কণ্ঠ চিরতরে দমন করা হয়েছে।
একটি নির্দিষ্ট ধর্মালম্বী শ্রেণীকে নিশ্চিহ্ন -
করার হয়েছিল আপামর চেষ্টা।
ক্ষমতার আসনে বসা মেরুদন্ডহীন -
ভেড়ার দল এটি নির্ধারণ করেছিল -
কখন, কাকে, কিভাবে মেরে ফেলতে হবে।
অযোগ্য জননেতা নিজের দেশকে যতটা -
ক্ষতি করার ক্ষমতা রাখে, অতটা শক্তি -
কখনোই কোনো শত্রু দেশের হয়না।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment