যাদের নিজের ওপর আত্মবিশ্বাস নেই,
পরিবর্তনের বাতাসে মরিচে আক্রান্ত হবে।
যারা কারোর জীবনে স্বস্তি আনে না,
পরিবর্তনের বাতাসে মরিচে আক্রান্ত হবে।
যারা কারোর জীবনে স্বস্তি আনে না,
কখনোই কারোর আস্থার ভাগিদার হয় না।
যারা এত উঁচু প্রাচীর তৈরি করে, তারা -
নিজেরাই হয় নিজেদের দুর্বলতায় বন্দী।
যারা প্রেয়সীর দীর্ঘশ্বাস বোঝে না, তারা -
জানবে না যে না বলতেও কত কিছু বলা হয়।
যারা কখনও আত্মার সন্ধান করেনি, তারা -
চির অন্ধকার অতল গহ্বরে গেছে হারিয়ে।
যারা দেখেনি জীবনের মেরু তারকা, তারা -
কখনও জানতে পারবে না কি ছিল জীবন !
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment