Sunday, October 12, 2025

মাঝি

নৌকো বাইয়ে নিয়ে চলে -

দূর অনন্তপুরের  মাঝি। 

প্রাণবন্ত জলের ওপর ভাসিয়ে -

হয় তাঁর রোজকার জীবিকা নির্বাহ। 


রবিকিরণ চঞ্চল জলের ওপর খেলে -

হাজার মুক্তোর ছটায় করছে আলোকিত। 

তাঁর যে এই আলোকসজ্জা দেখার -

কোনো প্রকার চোখ বা উপায় নেই। 


ক্ষুধার জ্বালা আর দায়িত্বের বোঝা,

নৌকো কে টেনে নিয়ে চলছে এক -

অদৃশ্য শক্তির দ্বারা, যা প্রতিনিয়ত -

তাকে মনে করিয়ে দেয় যে সে -

এক বাবা, স্বামী ও পুত্র বটে।


পেলিক্যানের পাখনার মতন চওড়া -

জাল ছড়িয়ে হয় তার ভাগ্য পরীক্ষা। 

দ্বারের টান প্রতিক্ষনে লড়ে চলছে তাঁর -

সুডোল পেশীর অটুট বাহুবলের সাথে।  


নৌকোর ওপর বৃষ্টি ঝরে পড়ার আছে -

এক আশ্চর্য পরিণতি, অশ্রুজল ও ঘাম -

দুটোই হারিয়ে যায় জলের ধারায়। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

No comments:

Post a Comment