Sunday, October 12, 2025

গোলাপের ত্রুটি

অনেক চেষ্টা করেও গোলাপের -
পাওয়া গেলো না কোনো ত্রুটি। 
মানব জাতির এক অদ্ভুত শক্তি -
তখন খুঁজে পেলো তাঁর কাঁটা। 

চলার পথে কিছু মানুষের আনন্দ হয় -

গোলাপের মিষ্টি সুবাসের ঘ্রাণে। 

এক বিচ্ছিন্ন শ্রেণীর মানুষ তখন -

দেখতে পায় ভয়ানক কাঁটা গাছ। 


ধরণীতে মানুষই এক প্রাণী যারা -

একই বস্তুকে বিভিন্ন দৃষ্টিকোণে -

দেখার ও গ্রহণ করার ক্ষমতা রাখে। 


কেও দেখতে পায় ফুলগাছে কাঁটা -

আরেক শ্রেণী কাঁটাগাছে পায় ফুল। 

বাহিরের চাকচিক্য ও বসনভূষণ -

নির্ধারণ করে মানুষের গুণমান। 


বিচার করার সংকীর্ণ মানসিকতা যে -

কাঁটার থেকে গভীরে বিঁধে যায় সেটা -

মানবজীবনের গোলাপেরই জানা আছে। 

সমাজের এই দৃষ্টি যেদিন তীক্ষ্ণ হবে -

সেদিনই পাবে গোলাপ তাঁর নিখুঁত মর্যাদা। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment