Wednesday, October 22, 2025

যাত্রা

মনে হয়, আমি অনেকবার এসেছি -
বহুযুগের অন্তরে এখানে মানুষ হয়ে। 
বহু শতাব্দীর পর শতাব্দী ধরেই -
এই পথেই রেখে গিয়েছি পদচিহ্ন । 

রাস্তা যে কখনোই ক্ষমাশীল নয়,

ভারে ভারাক্রান্ত পাপীদের জন্য।

এ যেন এক অনন্য মাপদণ্ড। 


জীবনকালের পথচারণায় যারা -

বাঁক নেয় না, তাঁদের লক্ষ্যের পথ -

হয়ে ওঠে দুর্গম ও কঠিন ।


অবশ্যই শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছোবে ।

যদিও তাঁদের চলার পথে আসে বিপত্তি -

দুর্বল শাখা প্রশাখা বাতাসে দোলার মতো ।


এগিয়ে চলার প্রতিটি পদক্ষেপে,

আমি একটি করে পাপকে ফেলে চলি - 

যা আমারই মনের অহং এর দ্বারা তৈরি।


যাত্রার বিশ্রামকালে, স্মৃতি মন্থনে আমি -

আমার নিষ্পাপ শৈশবকে পরিদর্শন করি ।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫ 


No comments:

Post a Comment