জীবনের কষ্টের একটি গীতিনাট্য গাইছে ।
এক মায়াবী তৃপ্তি, সরল ভালোলাগা -
ও আনন্দের সুরে ভরা অতীতের কথা।
তাঁর অঙ্গুলি একটি তারের ওপর -
এক বিষণ্ণতার সুর জাগিয়ে তোলে।
তাঁর অন্তর্ভেদী সুর এবং অনুভূতিগুলো -
ক্ষনিকের সাথী হয়ে সেই বালুকা টিলার -
ওপর দিয়ে এক অন্তরঙ্গ স্নেহে প্রবাহিত হয়।
অতীতকে সে করে জীবন্ত যখন -
সে একমনে গান গায়। তার সুর দিয়ে -
সে প্রতিটি প্রাণের কণাকে স্পর্শ করে।
তাঁর পোশাকের আঁচলটা যে -
তাঁরই মনের মতো উড়ে বেড়ায় -
সীমাহীন তৃষ্ণার্ত মরু সাগরে।
আকাশে চাঁদ যখন ওঠে পূর্ণ যৌবনে, তাঁর -
আত্মার সাথে দিকহীন গানটি আবদ্ধ হয়।
আমাবস্যার তমসা রাতের বনবাস পার করে -
দূর দিগন্তে চাঁদ ওঠে তাঁর রূপালী ঝর্ণায় ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment