নত শির করে হাত পেতে আছো -
ন্যায় এর জন্যে ? ভিক্ষা নয় ?
একত্র আঙুলে, মুঠো পাকিয়ে দেখো -
আছে বিপ্লবের অসীম শক্তি অন্ততয় .
নালার মধ্যে যেমন মশা বৃদ্ধি পায় -
এমনি এরা যে রোজ রক্ত চুষে নেয় .
অনেক দুঃখ জমে জনতার চোখ ভিজেছে -
মজ্জা এদের এখন কংক্রিট হয়ে গেছে .
যেই হাড়ে নেই মানবিকতার জায়গা -
উপ্রে ফেলো তাকেই, হোক কষ্ট -
সহ্য করে নাও তাকে আগামীর জন্যে .
পচন ধরা অঙ্গ নিজের হলেও -
তাকে নিজের দেহ বাঁচাতে কাটতে হয়.
ভাবছো কি? পচে যাওয়া চিন্তা যে -
আর পূর্ণ সুস্থতায় সমাজ কে ফেরাবে না.
তোমরা বিরোধ করছো রাস্তায় বসে ?
এই দেখে যে রাজা মুচকি হাসে !
অবশ্যৈ তোমাদের সামনে কখনোই নয় .
তোমাদেরই করছে ক্ষতি ...
জিজ্ঞেস করেছো নিজেকে, এটা
কাদের চয়নের পরিণতি ?
উঠে দাড়াও, বন্ধ করো নাটক,
কিসের জন্যে তোমাদের এই অনশন ?
টেনে নামও ওকে, খালি করো সিংহাসন .
বসবে নতুন রাজা, মানুষের মন জেনে .
নজর রাখো, আবার যদি পচন ধরে
একত্র হয়ে সবাই, একেও নামাবো টেনে .
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment