Sunday, September 21, 2025

কাঠপুতুলের খেলা

দুটো দল তৈরী হলো, রাজনীতির মেলা  -

অনেকটা যে বোবা কাঠপুতুলের খেলা। 

বৃহৎ একটি দেশ যে দুটুকরো হলো -

ভাই চেনে না ভাই কে, মা যে কষ্ট পেল। 


ডান যে বলে বাম খারাপ, বাম ক্ষুব্ধ হলো -

থাকবো না এদের সাথে, এবার প্রাচীর তোলো। 

জব্দ হলো জনগণ, নেতা মুচকি হেসে ভাবে -

কি মজা ! কি মজা ! এবার শাসন করা যাবে। 


মন্ত্রী বলে সন্ত্রী কে, জনতা যেন মুখ না খোলে -

সন্ত্রী আশ্বাস দ্যায়, ওরা আপনারই পায়ের তলে। 

খুদার্থদের মিথ্যে বলে আর কিভাবে চলে ?

সন্ত্রী বলে, মন্ত্রী মশাই মুখোশ যেন না খোলে !


সব সুতো যে একই হাতে, রাজনীতির মেলা  -

হাততালি দিল সবাই, এতো কাঠপুতুলের খেলা। 

যেমন নাচায়, তেমন নাচে, শিরদাঁড়া যে নেই -

অবাক, অন্ধ জনতা দেখে নাচে থৈ থৈ। 


পেটে যখন ধরলো জ্বালা, এবার দেখলো অন্ধ -

মন্ত্রী যে মুখোশ পড়া, কেমন রাজনীতির গন্ধ। 

ডান বলে বাম কে, রাগ করিস না ভাই -

আয় চল সকলে, রাজনীতির খেলা দেখতে যাই।    


কাঠপুতুল সুতো ছিড়ে প্রাচীর নামিয়ে দিলো -

সেইদিন অনেক পুতুল স্বোচ্চার হয়েছিল। 

সেদিন দু ভাই ফিরলো সাথে, আনন্দে উচ্ছল -

মা জড়িয়ে ধরলো হাসিমুখে, গালে অশ্রুজল। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment