Thursday, September 25, 2025

আজ মন চেয়েছে

জলের ওপর হাঁটতে গিয়ে, ওরা ডুবে গেলে কেন ?

অন্ধ ছিল বিশ্বাস ওদের, এই কথা তো মানো ?


হাত নাড়িয়ে বলে সে, উড়তে আমি চাই। 

মন চেয়েছে আমার, করবো যা ইচ্ছে তাই। 


বাঁধন আমি মানব কেন ? জানিস আমি কে ?

বাঘ কে আমি বস করেছি, ভাল্লুক নিয়েছি কোলে ।  

হলো সব সাদা নীল, লোকে জানতো যা লাল বলে।  


বুঝে দেখ এবার কত বড়ো জাদুগর আমি -

চমকে ওঠে আমায় দেখে, স্বয়ং অন্তর্যামী !


"রাম্বা দুম্বা হাম্বা জুম্বা", এই মন্ত্র কজন জানে ?

খাতায় লিখে নাও সবাই, কাল পরীক্ষা নবান্নে। 


মানুষের বাচ্চা জন্ম নেয়, জানো  তিনশো কিলো ? 

চিকিৎসার জগৎ কে একটা হালকা ধাক্কা দিলো। 


ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট, অঙ্কের ধরণ এটা -

নদী বলে, আমি নেই যেখানে, সেতু বানালি কটা  ? 


চোখ খোলা তাও মুখ বন্ধ, কৌশল আমার জানা -

জনতা ভাবে ওরাই রাজা, ভুল ভাবতে নেই মানা। 


হয় না বিপদ আমার, জানি হিং টিং ছট মন্ত্র -

খুব বিপদে বলি, "সব বুঝি, এটা ওদের ষড়যন্ত্র"।  


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

 

 

No comments:

Post a Comment